Wed. Jun 7th, 2023
DSCC job Circular 2022

DSCC Job circular 2022:

Recruitment circular has been issued to fill the vacant posts of Dhaka South City Corporation. Dhaka South City Corporation will appoint 03 posts. Interested candidates can apply online. Full notification details are given.

Dhaka South City Corporation (DSCC) Job circular 2022

Position Name: Assistant Programmer
Number of posts: 01
Educational Qualification: Bachelor’s or equivalent degree in the relevant subject.
Salary scale: BDT. 22,000 – 53,060.

Position Name: Assistant Maintenance Engineer
Number of posts: 01.
Educational Qualification: Bachelor’s or equivalent degree in the relevant subject.
Salary scale: BDT. 22,000 – 53,060.

Position Name: Security Officer
Number of posts: 01.
Educational Qualification: HSC pass.
Salary scale: BDT. 18,000 – 36,640.

DSCC Job circular 2022
DSCC Job circular 2022
DSCC Job circular 2022
  • অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়মাবলী :
    ক, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://dscc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
    আবেদনের সমসীমা :
    Online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিথ ও সময় ৩০ জুন, ২০২২ সকাল ১০.০০ টা।

Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২১ জুলাই, ২০২২ বিকাল ৫.০০ টা।

Bangladesh police job circular 2022 application process

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে
এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮৩) pixel স্ক্যান করে | নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার | পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ, প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনাে প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
এবং মৌঘিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন

* SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান :

Online -এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা
signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলােড করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর। দেয়া থাকবে। উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনাে teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে। ০২ (দুই) টি SMS করে বিয়প্তির ১ ও ২নং পদের জন্য ১,০০০/- (এক হাজার টাকা); এবং ৩ নং পদের জন্য ৭০০/-(সাতশত টাকা) ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে ঝামা নিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত্র Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।” প্রথম SMS: DSCCUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DSCC ABCDEF Reply: Applicant’s Name, Tk. 1000/700 will be charged as application fee. Your PIN is XXXXXXXX. To pay fee Type DSCCYesPIN and send to 16222 নম্বরে। দ্বিতীয় SMS: pscC3space>YESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DSCC YES XXXXXXXX Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DSCC
Application for XXXXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXX). চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dscc.teletalk.com.bd অথবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর Website:
www.dscCov.bd’র এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবঙ্গীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা,
SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। ছ, SMS -এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও
কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রদিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উৰ্ত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। জ. শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User/D, Serial এবং PIN
পুনরুদ্ধার করতে পারবেন।

i. User ID DSCC Help User ID & Send to 16222.
Example: DSCC HELP USER ABCDEF

ii. PIN Number DSCC Help PIN No & Send to 16222.
Example: DSCC HELP PIN 12345678

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *